লভ্যাংশ কমেছে রে‌কিট বেনকিজারের

Posted on March 30, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মুনাফা বেড়েছে ২৪ শতাংশের বেশি। তবে মুনাফা বাড়লেও আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা আগের হিসাব বছরের চেয়ে কম। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৯৮০ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৬৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ১৪০০ শতাংশ নগদ, ২০১৯ সালে ১২৫০ শতাংশ নগদ ও ২০১৮ সালে ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি ২০২৩ সালে কোন লভ্যাংশ দেয়নি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪,৭৬০.৭০ টাকা থেকে ৫,২৭১.০০ টাকা। ২৮-৩-২০২৪ এ ওপেনিং ছিল ৪,৮০৩.১০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ৪,৮০২১০ টাকা থেকে ৪,৯৯৯.৭০ টাকা এবং শেষ সমাপনী ছিল ৪,৯৩২.৩০ টাকার মধ্যে। ১৯৮৭ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ওষধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজ বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।