বন্ড ইস্যুতে সম্মতি পেল নাভানা ফার্মাসিউটিক্যালস

Posted on March 30, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন । বন্ডটির ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৫.০০ টাকা থেকে ১২২.৪০ টাকা। ২৮-৩-২০২৪ এ ওপেনিং ছিল ৮৩.২০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ৮৩.২০ টাকা থেকে ৯০.০০ টাকা এবং শেষ সমাপনী ছিল ৮৯.৭০ টাকার মধ্যে। ২০২২ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।