আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

Posted on March 30, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৬২ শতাংশের বেশি। আইপিডিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ৬২ দশমিক ১৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৩.৩০ টাকা থেকে ৫৭.৬০ টাকা। ২৮-৩-২০২৪ এ ওপেনিং ছিল ২৫.৫০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ২৩.৩০ টাকা থেকে ২৫.৮০ টাকা এবং শেষ সমাপনী ছিল ২৫.৮০ টাকার মধ্যে। ২০০৬ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।