ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারীদের প্রভিশনের মেয়াদ বাড়লো

Posted on March 28, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের মক্কেল বা বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যে সকল স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের মক্কেল বা বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণ সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য সময়সীমা আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।