পটুয়াখালী ন্যায্য মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় শুরু

Posted on March 28, 2024

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) থেকে : পটুয়াখালীতে নায্য মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রাশাসন ও জেলা প্রানি সম্পদ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে ডিসি স্কয়ার মাঠে এ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। এসময় জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ফজলুল হক সরদার সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে ৬৫ টাকা কেজি দরে দুধ, ৯ টাকা পিচ হিসেবে ডিম ও ৬৫০ টাকা কেজি হিসেবে গরুরর মাংস ক্রয় করতে ভীড় জমায় সাধারন মানুষ। ন্যায্য মূল্যে পন্য ক্রয় করতে পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো ক্রেতারা।

ঈদের আগ পযন্ত ন্যায্য মূল্যে এ পন্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রানি সম্পদ অধিদপ্তর।