ডিজিটাল প্লাটফর্মে এজিএম করবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

Posted on March 28, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।

জানা যায়, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ৪ কোটি টাকা বা ৩০ শতাংশ।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৩.৭০ টাকা থেকে ৩২.৮০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ২৫.৮০ টাকা, আজাকের ওপেনিং ছিল ২৬.৬০ টাকা, আজকের দর উঠানামা হয়েছে ২৫.৭০ টাকা থেকে ২৬.৬০ টাকা এবং শেষ সমাপনী ছিল ২৬.০০ টাকার মধ্যে। ১৯৯৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।