এজিএম করতে হাইকোর্টের অনুমতি পেল সোনালী আঁশ

Posted on March 28, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০২২-২৩ হিসাববছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে।

পর্যাবেক্ষণে দেখা গেছে, পুঁজিবাজারে ১৯৮৫ সালে তালিকাভুক্ত সোনালী আঁশ বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪০১.২০ টাকা থেকে ৭৬৪.৬০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৫৯৮.৫০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬০০.২০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দিনে দর উঠানামা হয়েছে ৫৯৮.১০ টাকা থেকে ৬১৩.৯০ টাকার মধ্যে। ১৯৮৫ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত সোনালী আশঁ ইন্ডাস্ট্রিজ বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।