সূচকের পতনে লেনদেন শেষ

Posted on March 27, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ১০ লক্ষ ৬০ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩৮ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ১৬০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭১.৭১ পয়েন্ট কমে ৫৭৬২.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৮৫ পয়েন্ট কমে ২০১২.০৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৮২ পয়েন্ট কমে ১২৫২.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৩২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, ফরচুন সুজ, সিটি জেঃ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম ও শাইনপুকুর সিরামিক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ফার্মা, তাক্কাফুল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান মিঃ ফাঃ, বিডি থাই অ্যালুমিনিয়াম, সিটি জেঃ ইন্স্যুরেন্স, আইসিবি অগ্রনী ব্যাংক মিঃ ফাঃ, প্যারামাউন্ট টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট ইসলামি মিঃ ফাঃ, কর্ণফূলী ইন্স্যুরেন্স ও গোল্ডেন সন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইপিডিসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, এএফসি এগ্রো, ইনটেক লিঃ, আফতাব অটোস, লিগ্যাসী ফুটওয়্যার, দেশবন্ধু পলিমার, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও এমারেল্ড অয়েল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯১৯৭৬৯৭৫৬৬৭.০০।