পটুয়াখালীতে চেয়ারম্যান-ইউপি সদস্যদের অভিযোগ পাল্টা অভিযোগ

Posted on March 26, 2024

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী সদর উপজেলার ১২নং বড় বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়ে অভিযোগ দায়ের করেছেন ৭ ইউপি সদস্য।

সোমবার (২৫ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় বিঘাই ইউনিয়নের সদস্য মাঈনুল আহসান জিয়া, মো. জামাল হোসেন মিন্টু মৃধা, মো. মিজানুর রহমান, মো. জামাল হোসেন হাওলাদার, মো. কাওসার আকন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. বিউটি বেগম ও মোসা. মনিরা আক্তার মিলে অনাস্থার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রধান বিষয়গুলো হচ্ছে জেলেদের চাল ৮০ কেজির পরিবর্তে ৬০ কেজি দেয়া,টি আর কাবিখা কাবিটাসহ বেশ কিছু প্রকল্প সম্পর্কে ইউপি সদস্যদেরকে অবহিত না করা সহ বেশকিছু অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয় সরেজমিনে গিয়ে দেখা যায় ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে প্রতি জেলেকে ৮০ কেজি করেই চাল বিতরণ জরছে চেয়ারম্যান আবু জাফর হাওলাদার।

এ বিষয় কথা হলে উপস্থিত জেলেরা বলেন, আসলে ঐ সকল ইউপি সদস্যরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদেরকে ৮০ এর পরিবর্তে ৬০ কেজি চাল বিতরণ করতে বলেছিলো, কিন্তু চেয়ারম্যান বিষয়টি না মানায় তার উপরে ক্ষিপ্ত হয়েই মূলত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে কতিপয় স্বার্থলোভী ইউপি সদস্যরা।

এ বিষয় চেয়ারম্যান আবু জাফর হাওলাদার বলেন, আমি নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে চেয়ারম্যান হইনি ইতিপূর্বে আমার বাবাও ২ বারের সফল চেয়ারম্যান, আপনারা জানেন আমার বাবার কোন বদনাম ছিলো না, সে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন, আর তাই আমিও তারকাছ থেকে শেখা বিষয়গুলো কাজে লাগিয়ে অত্র ইউনিয়নের জনসাধারণের সেবা অব্যাহত রেখেছি এবং কোন অপকর্মের কাছে মাথা নত না করে জনগণের সেবা দিয়ে জাবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউপি সদস্যদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মূলত আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত রয়েছি আপনারা জানেন জারা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জরিত,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট আমি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযোগ দায়ের কারী ইউপি সদস্যদের সাথে ৮০ কেজি চাল বিতরণ হচ্ছে তবে আপনারা কেন অভিযোগ করলেন বিষয় জানতে চাইলে তারা বলেন, আসলে আমরা প্রতিবাদ করেছি বলেই আজকে জেলেরা পুরো চালটাই পেয়েছে এবং অবশ্যই আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।