পরীক্ষামূলক উৎপাদনের অনুমোদন পেলো সিঙ্গার

Posted on March 27, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্র এ তথ্য জানা গেছে।

পর্যালাচনায় দেখা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।

তথ্য অনুসারে , বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ দুপুর ২ টায় হাইব্রিড সিস্টেমে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৪২.০০ টাকা থেকে ১৬৭.০০ টাকা। ২৫-৩-২০২৪ ওপেনিং দর ছিল ১৪৬.১০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ১৪৫.১০ টাকা থেকে ১৪৬.৭০ টাকার মধ্যে। ১৯৮৩ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।