এমারাল্ড অয়েলের শেয়ার বিক্রি করবে মিনোরি বাংলাদেশ

Posted on March 27, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) :পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতে কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ কোম্পানিটির ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৪ শেয়ারের মধ্যে ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩০.১০ টাকা থেকে ১৮৮.৮০ টাকা। ২৫-৩-২০২৪ ওপেনিং দর ছিল ৬৬.০০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ৬৪.০০ টাকা থেকে ৬৭.১০ টাকার মধ্যে। ২০১৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতে কোম্পানি এমারাল্ড অয়েল বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।