তাড়াশে চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

Posted on March 25, 2024

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক চাল ব্যবসায়ীর বৃক্রিকৃত ৪২ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের

বাবু লাল রজক ব্যবসায়ীদের কাছে ৪২ বস্তা বিক্রি করার সময় চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল ৩ টার দিকে স্থানীয় কেউ মুঠোফোনে ফোন করে ওই চাল ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল বিক্রি করার কথা খবর দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমাকে। পরে তিনি বিষয়টি তাড়াশ উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহিন আলমকে জানালে তিনি ঘটনা স্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় সরকারি ৪২ বস্তা চাউল জব্দ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও চাল ব্যবসায়ী বাবু লাল রজক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, জব্দ করা সরকারি চাল থানায় নিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।