সূচকের সাথে কমেছে লেনদেন

Posted on March 25, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১৩ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৬৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৫ কোটি ৫৩ লক্ষ ৭৩ হাজার ৬৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৬.৭৩ কমে ৫৮৩৪.৩৯পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬.১২ পয়েন্ট কমে ২০২৪.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৮৬ পয়েন্ট কমে ১২৬৭.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, লাফারজ হোলসিম, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এএলআই, শাইনপুকুর সিরামিকস, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ফার্মা ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রূপালি লাইফ, আরনামিট লিঃ, ইএলআই, সিটি জেনারেল ইন্সুঃ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট পাওয়ার, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মি.ফা., সেন্ট্রাল ফার্মা, বিডি থাই ও ভিএএমএলবিডি মি. ফা.-১।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: লাফারজ হোলসিম, উসমানিয়া গ্লাস, অরিয়ন ইনফিউশন, ফারইস্ট ফাই:, ফারস্ট ফাইন্যান্স, আনলিমা ইয়ারণ, শেফারড ইন্ডা:, আইসিবি, বিবিএস ও নাহী অ্যালুমিনিয়াম।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৩৭০০৭৫৬১০১৮.০০।