সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Posted on March 25, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার তেজগাও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এ প্রদর্শনি পরিদর্শন করেন তিনি। 

রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তাকে স্বাগত জানান। 

এরপর যুদ্ধ বিমানের ফ্লাই পাস্ট এবং সেনাবাহিনীর চৌকস  ছত্রীসেনা কর্তৃক প্যারাট্রুপিং প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। 

রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

রাষ্ট্রপতি ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে ফটো সেশনে যোগ দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিতা কেটে বেলুন উড়িয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী ২৬-৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।