ডিভিডেন্ড ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

Posted on March 25, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড (৩১ ডিসেম্বর) ২০২৩ এ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী (১২ জুন) কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

জানা যায়, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা যা আগের বছরে ইপিএস ছিল ২ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ এ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সা যা আগের বছরে ছিল ৪৯ টাকা ৪৫ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৫.৮০ টাকা থেকে ৬৪.২০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৫৬.২০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৫৭.৯০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ৫৪.৪০ টাকা থেকে ৫৭.৯০ টাকার মধ্যে। ১৯৯৫ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।