সূচকের সাথে কমেছে লেনদেনও

Posted on March 24, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৮ কোটি ৮২ লক্ষ ৮৮ হাজার ৬৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৮০ কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার ২০৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪০.৫৫ কমে ৫৯০১.১২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৬৭ পয়েন্ট কমে ২০৫১.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.০১ পয়েন্ট কমে ১২৮৫.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, এমারেল্ড ওয়েল, ওরিয়ন ফার্মা ও গোল্ডেন হারভেস্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, রূপালি ব্যাংক, ক্রিস্টাল ইন্সুঃ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মি.ফা., এমারেল্ড ওয়েল, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সুঃ, শাশা ডেনিমস ও এনভয় টেক্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এবি ব্যাংক, নিউ লাইন ক্লোথিং, এএফসি অ্যাগ্রো, আফতাব অটো, আরএসআরএম স্টিল, কর্ণফুলি ইন্সুঃ, জিকিউ বলপেন, এইচআর টেক্স, অ্যাক্টিভ ফাইন ও সাইফ পাওয়ার।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৮৩৮৬৪৪৯৮৫৬১.০০।