লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Posted on March 24, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার (২৪ মার্চ) এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ৪৯.৭০ টাকা। ২১-৩-২০২৪ এ সমাপনী দর ছিল ৪৫.২০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৪৬.৫০ টাকা, আজকের শেষ সমাপনী ছিল ৪৯.৭০ টাকা এবং আজকের দর উঠানামা হয়েছে ৪৬.৫০ টাকা থেকে ৪৯.৭০ টাকার মধ্যে। ২০২৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড বর্তমানে এন ক্যাটাগরিতে অবস্থান করছে।