নারী উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ব্যাংক-প্রাইম ব্যাংক

Posted on March 24, 2024

কর্পোরেট ডেস্ক: নারী উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০.০০ কোটি টাকার নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ পুনঃঅর্থায়ন স্কিমে গৃহীত জামানতবিহীন ঋণের বিপরীতে গ্যারান্টি দেয়া হবে।

নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত কুটির, মাইক্রো ও ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানসমুহ এই গ্যারান্টি সুবিধা প্রাপ্ত হবেন।

চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ মনে করেন, এই যুগান্তকারী পদক্ষেপটি নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণগ্রহন ও এক্সেস টু ফাইন্যান্সকে ত্বরান্তিত করবে।