ইমাম বাটনের নতুন নামে লেনদেন শুরু কাল

Posted on March 24, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামীকাল (২৫ মার্চ) নতুন নামে লেনদেন শুরু করবে। একইসাথে কোম্পানিটির খাত পরিবর্তন করা হবে। রবিবার (২৪ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , কোম্পানিটির নতুন নাম হবে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি’। পাশপাশি ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হবে বলে ডিএসইকে জানানো হয়। নতুন কোড হবে- HAMI। তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৮২.৮০ টাকা থেকে ২২০.০০ টাকা। ২১-৩-২০২৪ এ সমাপনী দর ছিল ১৬৭.৮০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ১৭০.০০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ১৬২.৮০ টাকা থেকে ১৭০.৭০ টাকার মধ্যে। ১৯৯৬ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।