অঙ্গপ্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এসকোয়্যার নিট

Posted on March 23, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসির পর্ষদ তাদের অঙ্গপ্রতিষ্ঠান এল এসকোয়্যার লিমিটেডে ৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির চলমান বিনিয়োগের অংশ হিসেবে এ বিনিয়োগে রফতানির সুযোগ, আয় ও মুনাফার নিশ্চয়তা আসবে বলে বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে।

জানা গেছে, ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডে ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে এসকোয়্যার নিট কম্পোজিটের। সেখান থেকে ৫ কোটি টাকা উত্তোলন করে এল এসকোয়্যারে বিনিয়োগ করবে কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ২০ পয়সায়।

তথ্য মতে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এসকোয়্যার নিটের সমন্বিত ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির রিজার্ভসহ পুনর্মূল্যায়িত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩৭ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ টাকা ২১ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.৭০ টাকা থেকে ৩৪.৫০ টাকা। ২১-৩-২০২৪ এ ওপেনিং দর ছিল ২৪.৭০ টাকা, ঐ দিন দর উঠানামা হয়েছে ২৪.৭০ টাকা থেকে ২৫.৭০ টাকা এবং সমাপনী দর হয়েছে ২৫.৩০ টাকার মধ্যে। ২০১৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।