নগদ লভ্যাংশ পাঠিয়েছে জেএমআই হসপিটাল

Posted on March 23, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যাবেক্ষণে দেখা যায়, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জেএমআই হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৩.০০ টাকা থেকে ৮৮.৯০ টাকা। ২১-৩-২০২৪ এ ওপেনিং দর ছিল ৬৫.৭০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ৬৪.২০ টাকা থেকে ৬৬.০০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৬৫.৫০ টাকা। ২০২২ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান কর।