সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Posted on March 23, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৫ কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৬ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ২০ পয়সায়।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ৪৬.৮০ টাকা। গত ২১-৩-২০২৪ এ ওপেনিং দর ছিল ৪১.৫০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়ে ছিল ৪০.৮০ টাকা থেকে ৪৫.২০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৪৫.২০ টাকা। ২০২৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড বর্তমানে এন ক্যাটাগরিতে অবস্থান করছে।