সায়হাম কটন মিলসের ক্রেডিট রেটিং সম্পূর্ণ

Posted on March 23, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সায়হাম কটন মিলসের ক্রেডিট রেটিং সম্পূর্ণ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সায়হাম কটনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ ১’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১২.৮০ টাকা থেকে ১৭.৪০ টাকা। গত ২১-৩-২০২৪ এ ওপেনিং দর ছিল ১৫.৯০ টাকা, ঐ দিনের দর উঠানামা হয়ে ছিল ১৫.৬০ টাকা থেকে ১৬.০০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ১৫.৯০ টাকা। ২০১২ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি সায়হাম কটন মিলস বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।