দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

Posted on March 22, 2024

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো।

এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি বলেছেন, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

মুখমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। তার গ্রেফতারের বিষয়টি মোদি ও বিজেপির ষড়যন্ত্রের একটি অংশ। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়ে একটি অর্থও পায়নি।

এই মামলায় কেজরিওয়াল কোনো অভিযুক্ত নন উল্লেখ করে অতিশি আরও জানান, তারা গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন এবং আজ রাতেই আদালতের কাছ থেকে একটি রায় প্রত্যাশা করছেন।

মদ নীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখান থেকেই এএপি প্রধানকে গ্রেফতার করা হয়।

একই দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছিলেন কেজরিওয়াল। আবগারি মামলায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরই অভিযান চালাল ইডি।

মদ নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি।নসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ