সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

Posted on March 21, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর। বেড়েছে টাকার অংকে লেনদেন পরিমাণ।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৮ কোটি ৭৭ লক্ষ ১৩ হাজার ১৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬১০ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৩৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৯.০৮ পয়েন্ট রেড়ে ৫৯৪১.৬৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৪৪ পয়েন্ট বেড়ে ২০৫৭.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ১২৯৩.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০৩টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম বাংলাদেশ, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি অজিহাটা, গোল্ডেন হারভেস্ট ও ওরিয়ন ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মনোস্পুল পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিক, পেপার প্রসেসিং, মিডল্যান্ড ব্যাংক, রবি অজিহাটা, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, হাইডেলবার্গ সিমেন্ট ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জুট স্পিনার্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, ফারইস্ট ফাইন্যান্স, এআইবিএল ফার্স্ট ইসলামি মিঃ ফাঃ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, এক্সিম ব্যাংক, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা ও মিথুন নিটিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৫৪০০৪০৪১০৭.০০।