দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

Posted on March 21, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৪৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। তিন শতাধিক কোম্পানির দরবৃদ্ধিতে লেনদেন ৬১০ কোটি টাকা

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মার্চ) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ০৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফান্ড, এক্সিম ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, সিমটেক্স, সেন্ট্রাল ফার্মা এবং মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।