চাল আমদানির অনুমতি পেল ৩০ প্রতিষ্ঠান

Posted on March 21, 2024

নিজস্ব প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণে এবার ৩০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো মোট ৪৯ হাজার টন সিদ্ধ চাল ও ৩৪ হাজার টন আতপ চাল আমদানি করতে পারবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল আমদানির অনুমোদন পাওয়া আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশের বাজারে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত না ক্রএ আমদানি করা বস্তাতে করেই বিক্রি করতে হবে।

পাশাপাশি আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।