নগদ লভ্যাংশ পাঠিয়েছে জেএমআই হসপিটাল

Posted on March 21, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।এর আগের বছর বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৩.০০ টাকা থেকে ৮৮.৯০ টাকা। গতাকল সমাপনী দর ছিল ৬৩.৯০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬৫.৭০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ৬৪.২০ টাকা থেকে ৬৬.০০ টাকার মধ্যে। ২০২২ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিদ ম্যানুফ্যাকচারি লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।