৬ মাস আগে ডিএসই ভিজিট করেছে উসমানিয়া গ্লাস ; প্রকাশ করেছে আজ

Posted on March 20, 2024

রফিকুল ইসলাম (রাব্বি): ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর একটি টিম ২৬-৯-২০২৩ তারিখে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে তা বন্ধ পায়। বুধবার (২০ মার্চ) ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

প্রায় ৬ মাসের ও বেশি সময় আগে ফ্যাক্টরি ভিজিট করে ডিএসই ফলাফল প্রকাশ করেছে আজ। ফলে উসমানিয়া গ্লাস শীটলের শেয়ার প্রাইজ নিয়ে গত ৬ মাস কারসাজি করার সুয়োগ করেছে ডিএসই, এমনটাই প্রতীয়মান বাজার বিশ্লেষকদের মতে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪০.০০ টাকা থেকে ৬৭.৮০ টাকা। গতাকল সমাপনী দর ছিল ৪০.৬০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৪২.০০ টাকা, আজকের শেষ সমাপনী দর ছিল ৪২.০০ এবং আজকের দর উঠানামা হয়েছে ৪১.৪০ টাকা থেকে ৪২.০০ টাকার মধ্যে। ১৯৮৭ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শীট বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।