এনজিও সমন্বয় মিটিংয়ে উপস্থিতি দেখে হতাশ ইউএনও

Posted on March 20, 2024

তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে এনজিও সমন্বয় মিটিংয়ে উপস্থিতি দেখে হতাশা ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)। এমন ঘটনা ঘটেছে বুধবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে।

জানা গেছে, তাড়াশ উপজেলায় ৩১টি বেসরকারী সংস্থা (এনজিও) কর্মরত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি দিয়ে বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এনজিও সমন্বয় মিটিং ডাকা হয়। কিন্তু ওই দিন সকাল পোনে ১১ ঘটিকায় মিটিং করার জন্য মাত্র ১০টি এনজিও প্রতিনিধি উপস্থিত হন। আর এনজিও প্রতিনিধিদের এমন উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, তাড়াশে কর্মরত ৩১ টি এনজিও রয়েছে। আমি নতুন এসেছি। আমাকে এনজিও সম্পর্কে ধারণা নিতে হবে। তাই বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে চিঠি দিয়ে সমন্বয় মিটিং ডাকা হয়। কিন্তু বেলা পোনে ১১ টায হলরুমে দেখা যায় মাত্র ১০ জন এনজিও প্রতিনিধি উপস্থিত হয়েছেন।

এ ব্যাপারে এনজিও প্রতিনিধি মো. মহসিন আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি দিয়ে বুধবার সকাল ১০ ঘটিকায় ৩১ টি এনজিওকে সমন্বয় মিটিং ডাকেন। তারমধ্যে সকাল ৯ টায় ৫টি ও সকাল ১০টায় আরো ৫টি এনজিওর প্রতিনিধি উপস্থিত হন। সকাল পোনে ১১ টায় ইউএনও হলরুমে প্রবেশ করে উগ্র মেজাজ দেখিয়ে এনজিও প্রতিনিধিদের বলেন, আমি যেমন তেমন ইউএনও না। আপনারা কোন এনজিও আমার কাছে কোন সহযোগিতা পাবেন না। কোন বিষয়ে প্রত্যয়ণও পাবেন না।

নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি লুৎফা খাতুন বলেন, আমরা যারা উপস্থিত ছিলাম তাদের সাথে এ ধরনের আচরণ করায় আমরা মর্মাহত।

এনডিপির ব্যবস্থাপক মাহফুজ হোসেন বলেন, আমরা মানষিক চাপে আছি। যারা মিটিং এ আসেন নাই তাদের সাথে এ রকম আচরণ করলে মেনে নিতাম। কিন্তু আমরা মিটিংয়ে গিয়েই ভুল করেছি।

এ ব্যাপারে পরিবর্তন এনজিওর পরিচালক আব্দুর রাজ্জাক রাজু বলেন, আমাদের সাথে ইউএনও যে আচরণ করেছেন তা সভ্য সমাজের জন্য কাম্য নয়।

এ ব্যাপারে এনজিও প্রতিনিধিগন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কাছে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে শান্তনা দেন।