ফের স্কুলে যেতে পারছে না আফগান মেয়েরা

Posted on March 20, 2024

আন্তর্জাতিক ডেস্ক: নতুন শিক্ষাবর্ষের জন্যে আফগানিস্তানের স্কুল গুলো আজ বুধবার খুলেছে।কিন্তু বিগত দুই বছরের মতো এবারেও দেশটির মেয়েরা স্কুলে যেতে পারছে না। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের মার্চ মাস থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে মেয়েদের শিক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।

তালেবান ২০২১ সালের মাঝামাঝিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে।

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করে।

কাবুলে এক ঘোষণায় বলা হয়েছে, একটি অন্ষ্ঠুানে স্কুলের ঘন্টা বাজানোর মধ্য দিয়ে সকল প্রদেশে নতুৃন শিক্ষা বর্ষ শুরু হবে।
মিডিয়া আউটলেটগুলোতে জারি করা আমন্ত্রণে নারী সাংবাদিকদের অনুষ্ঠান কাভার করতে স্পষ্টত নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। কিন্তু ২০২২ সালের ডিসেম্বর থেকে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ রয়েছে।