দর পতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ফান্ড

Posted on March 20, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের।

আজ বুধবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৩.৫০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গার শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ২.৬৩ শতাংশ।

আর ৯০ পয়সা বা ২.৫৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়ান্স ইন্সুরেন্স, বারাকা পাওয়ার, জেএমআই হসটিপটাল, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম টেক্সটাইল এবং রবি আজিয়াটা লিমিটেড।