সামিট পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on March 20, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতে কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত সভায় সেপ্টেম্বর ৩০, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.৮০ টাকা থেকে ৩৪.০০ টাকা। আজকে দর উঠানামা হয়েছে ২২.৯০ টাকা থেকে ২৩.৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ২২.৯০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৩.০০ টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি সামিট পাওয়া লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৬৩.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮.৬৭ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ৩.৬৫ শতাংশ শেয়ার এবং বাকি ১৪.৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।