লাফার্জহোলসিমের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on March 20, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : ঢাকা স্টক এক্সচেঞ্জে থেকে জানা যায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। লাফার্জহোলসিমের দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী এসটি-১ রেটিং হয়েছে ।

কোম্পানিটির ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৬৪.৮০ টাকা থেকে ৭৭.৮০ টাকা। আজকে দর উঠানামা হয়েছে ৭২.০০ টাকা থেকে ৭৩.৩০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ৭২.৬০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৭২.৮০ টাকা। ২০০৩ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ২৯-২-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৬৪.১৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২০.২১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ০.৫৮ শতাংশ শেয়ার এবং বাকি ১৫.৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।