উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু

Posted on March 20, 2024

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আব্দুল হামিদ রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন দিতেই লিকেজ তারের আগুনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে পুরো ঘরে আগুন লেগে যায়। আগুন নেভেনোর চেস্টা ব্যর্থ হয় এবং আগুনে দগ্ধ হয়ে ৭০ ভাগ শরীর আগুনে পুড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন্ড ইউনিটে ভর্তি করেন। মৃত্যুর সাথে দীর্ঘ ৫ দিন যুদ্ধে করে ১৯ মার্চ মঙ্গলবার ভোর রাতে মারা যান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ বলেন, মঙ্গলবার দুপুরে সুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা উপস্থিত ছিলেন। পরে সুজা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।