সূচকের পতনে কমেছে লেনদেনও

Posted on March 19, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। বাজারের সব মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার ৮৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৫ কোটি ৫৪ লক্ষ ৯৩ হাজার ৯৮৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮৪.১৪ কমে ৫৮১৪.১০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.৫১ পয়েন্ট কমে ২০২০.১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৮৭ পয়েন্ট কমে ১২৫৮.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়টিক ল্যাবরেটরিজ, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, রেনেটা, বেস্ট হোল্ডিংস, এসএস স্টীল, লাফার্জহোলসিম, বিএটিবিসি ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ফার্মা, ডেফোডিল কম্পিউটার, মুন্নু ফেব্রিক্স, ফু-ওয়াং সিরামিক, আনলিমা ইযার্ন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পিপলস লিজিং, রবি অজিহাটা, খুলনা প্রিন্টিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দীন টেক্সটাইল, গোল্ডেন সন, উসমানিযা গ্লাস, বিবিএস, ওরিয়ন ইনফিউশন ও গোল্ডেন হারভেস্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৭৯৭৪৪৬৯০৪৯১.০০।