ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনেই ক্রেতাশূন্য রবি

Posted on March 19, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিনের শুরুতেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে । বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইর ট্রেডিং স্ক্রিনে দেখা যায়, কোম্পানিটির বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ থাকলেও ক্রেতাদের শেয়ার কেনার কোন আগ্রহ ছিলো না।

গত ৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে কোম্পানিটির আজ ফ্লোর প্রাইস প্রত্যাহার হয়েছে। তাতে দিনের শুরু থেকেই রবির শেয়ার বিক্রির হিড়িক বসেছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ২৯-২-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৯০.০০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১.৮৭ শতাংশ শেয়ার এবং বাকি ৮.১৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৬০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২০ এ তালিকভূক্ত হয়। ৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ১৪৬০ কোটি ৭৯ লাখ টাকা।