বিনিয়োগের আগে জেনে নিন আইসিবি ইসলামি ব্যাংক সম্পর্কে

Posted on March 19, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : বিনিয়োগের আগে সংশ্রিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

জানা যায়, মার্চ ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাইনাস ০ টাকা ১৬ পয়সা, জুন ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে মাইনাস ০ টাকা ২৩ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে মাইনাস ০ টাকা ৩৯ পয়সা। সেপ্টেম্বর ২০২৩ এ তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে মাইনাস ০ টাকা ১৭ পয়সা এবং প্রথম ৯ মাসে ইপিএস হয়েছে মাইনাস ০ টাকা ৫৬ পয়সা। ২০২২ এ ইপিএস ছিল মাইনাস ০ টাকা ৩৮ পয়সা, ২০২১ সালে মাইনাস ০ টাকা ৫৯ পয়সা, ২০২০ সালে মাইনাস ০ টাকা ২৮ পয়সা, ২০১৯ সালে মাইনাস ০ টাকা ৬৮ পয়সা ও ২০১৮ সালে ইপিএস ছিল মাইনাস ০ টাকা ৭৩ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে মাইনাস ১৮ টাকা ৫১ পয়সা, ২০২১ সালে মাইনাস ১৮ টাকা ১৩ পয়সা, ২০২০ সালে মাইনাস ১৭ টাকা ৫৪ পয়সা, ২০১৯ সালে মাইনাস ১৭ টাকা ১১ পয়সা ও ২০১৮ মাইনাস সালে ছিল ১৬ টাকা ৪৭ পয়সা।

৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে মাইনাস ১৮৯৫ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির দীর্ঘ মেয়াদী লোন ছিল ৪৭৮ কোটি ৩২ লাখ ৮২ লাখ ৭০ হাজার টাকা। ডিএসিতে কোম্পানির স্বল্প মেয়াদী লোন ও ক্রেডিট-রেটিং এর কোন তথ্য দেওয়া নেই।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ এ তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি লাখ ৪৭ লাখ ২ হাজার ৩০০ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৫২.৭৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১.৬৫ শতাংশ শেয়ার,সরকারের হাতে রয়েছে ০.১৭ শতাংশ শেয়ার এবং বাকি ২৫.৪২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩.৮০ টাকা থেকে ৫.৪০ টাকা। আজকের এ দর উঠানামা হয়েছে ৪.০০ টাকা থেকে ৪.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ৩.৯০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪.১০ টাকা। ১৯৯০ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছে আকলিফ বিন অমির ও ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক বিন আব্দুল্লাহ।