মনোস্পুল পেপারের লভ্যাংশ বিতরণ

Posted on March 19, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রসেসিং খাতে কোম্পানি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার পাঠিয়েছে । জানা যায় গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যাবেক্ষণে জানা যায়, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া বিনিয়োগকারীদের বিও একাউন্টে ১০ শতাংশ বোনাস শেয়ার পাঠিয়েছে মনোস্পুল পেপার।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৫.০০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০.১৭ শতাংশ শেয়ার এবং বাকি ৪৪.৮৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।