স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা গত বছরের আগস্টে আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। মূলত সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে, বাংলাদেশ সফরে এসে সেই সিদ্ধান্ত বদলাতেও সময় লাগলো না হাসারাঙ্গার। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন তিনি।
সোমবার (১৮ মার্চ) ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই দলে যুক্ত করা হয়েছে হাসারাঙ্গাকে। যার ফলে আইপিএলের শুরুর দিকে খেলা হচ্ছে না তার। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অন্তত প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
২৬ বছর বয়সী হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেটে ভীষণ পরিচিত মুখ হলেও শ্রীলঙ্কার টেস্ট দলে নিয়মিত নন। অবসর ঘোষণার সেই সিদ্ধান্তের আগে মাত্র চারটি টেস্ট খেলেছিলেন তিনি। ব্যাট হাতে ২৮ গড়ে ১৯৬ রান করার পাশাপাশি লেগ স্পিনে ১০০.৭৫ গড়ে নিয়েছিলেন মোটে ৪ উইকেট। এই সংস্করণে তিনি শেষবার মাঠে নেমেছিলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষেই।
পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে টি-টোয়েন্টি ও ওয়ানডে শেষে টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। ৩০ মার্চ মাঠে গড়াতে যাওয়া পরের ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
আরও পড়ুন:
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা https://corporatesangbad.com/73814/ |