কাল স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স

Posted on March 18, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (২০ মার্চ)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

পর্যাবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ এ তালিকাভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৪ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ২৯-২-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৮.৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০.৭৫ শতাংশ শেয়ার এবং বাকি ২০.৬৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। ৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ১০০ কোটি ৯১ লাখ টাকা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৭.৯০ টাকা থেকে ৬৫.০০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ৩৯.৬০ টাকা থেকে ৪০.৮০ টাকার মধ্যে। ১৪-৩-২০২৪ এ সমাপনী দর ছিল ৪০.৪০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪০.৮০ টাকা। ১৯৯০ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।