কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত

Posted on March 17, 2024

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

গরমে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশত যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি বলেন, বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম গেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।