সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

Posted on March 17, 2024

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে তারা।

শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজি দলের একটি অংশ। রোববারের মধ্যে বাকি ক্রিকেটারদের আসার কথা রয়েছে।

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলোও বেশ গুরুত্বপূর্ণ। শনিবার সিরিজটির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিনজনকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। প্রথম ওয়ানডে গড়াবে ২১ মার্চ। পরের দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। ওয়ানডেগুলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সকাল ৯টায়।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ। পর দুটি ম্যাচ ২ ও ৪ এপ্রিল। ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচও মিরপুরে। টি-টুয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টুয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনাক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেলা ভ্লেমিঙ্ক।