কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

Posted on March 16, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের বাজার তদারকিতে কমলগঞ্জে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম কর্তৃক কমলগঞ্জ উপজেলার পতনউষা বাজার, শমসেরনগর বাজারসহ বিভিন্ন এলাকায় তদারকি মূলক অভিযান পরিচালিত হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১৯হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা ও দেয়া হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ন্যায্য দামে খাদ্য পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।