চুয়াডাঙ্গায় বাসের চাকার পিষ্ট হয়ে প্রতিবন্ধী যুবক নিহত

Posted on March 16, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৭) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২‌ এক ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রতক্ষদর্শীরা জানায়, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী বাইসাইকেলযোগে বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিলো। বিকেল ৫ টার দিকে উথলী আমতলা নামক স্থানে প্রধান সড়কে উঠলে জীবননগর থেকে ছেড়ে আসা খাতুন এন্টারপ্রাইজের পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব-২৪০৮) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে নুরনবী বাইসাইকেল থেকে ছিটকে পাকা সড়কের উপর পড়ে গেলে বাসের পিছনের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।