![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা (চাউল) বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বৃহস্পতিবার (১৪ মার্চ') সকালে পৌর ভবনে ৪০ জন জেলেকে মানবিক সহায়তার আওতায় প্রতিমাসের ৪০ কেজি করে ২ মাসের ৮০ কেজি চাউল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আমিনুজ্জামান, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, জাটকা আহরণের নিষিদ্ধ সময়ে সরকারের মানবিক সহায়তা পেয়ে জেলেদের জীবন জীবিকা নিয়ে চলতে পারবে এবং কিছুটা কষ্ট লাঘব হবে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বেলকুচিতে জেলেদের মাঝে চাউল বিতরন করলেন মেয়র সাজ্জাদুল https://corporatesangbad.com/73070/ |