সূচক কমলেও বেড়েছে লেনদেন

Posted on March 14, 2024

পুঁজিবাজার ডেস্ক সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৬ কোটি ৯৪ লক্ষ ৯৭ হাজার ৯০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১৪ কোটি ৬৩ লক্ষ ৭৪ হাজার ২০৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.০৬ পয়েন্ট কমে ৫৯৬৮.০৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯৮ পয়েন্ট কমে ২০৫১.৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০২ পয়েন্ট কমে ১২৯৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- গোল্ডেন সন্স, এসএস স্টিল, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, গোল্ডেন হারভেস্ট, বিবিএস, কর্ণফুলী ইন্সুঃ, ফরচুন সুজ ও সেন্ট্রাল ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, লুব-রেফ (বাংলাদেশ) লিঃ, গোল্ডেন হারভেস্ট, ওয়াইমেক্স ইলেকট্রোড, বিবিএস, ডমিন্জে স্টিল বিল্ডিং, ক্রিস্টাল ইন্সুঃ, এসোসিয়েটেড অক্সিজেন, কপারটেক ইন্ডাঃ ও জিপিএইচ ইস্পাত।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কর্ণফুলী ইন্সুঃ, খুলনা পেপার, ফু-ওয়াং সিরামিক, আইসিবি ইসলামি ব্যাংক, আফতাব অটোস, মুন্নু ফেব্রিকস, আরামিট লিঃ ও জেমনিী সী ফুড, ফার্স্ট ফাইন্যান্স ও তৌফিকা ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৬৯৯৬৩৫৪৬৫৩৬৪৫.০০।