দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরটরিজ

Posted on March 14, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৫টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ডমিনেজ স্টিল, ক্রিস্টাল ইন্সুরেন্স, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং জিপিএইচ ইসপাত লিমিটেড