মিঠু ।। দেশে অনেক গুলো এফ এম. রেডিও রয়েছে। কারণে অকারণে বেখেয়ালে গাড়িতে বাহনে বা ঘরে অফিসে বা আপনি আমি আমরা হেডফোনে কানে রেডিও টিউন করে মানুষ এগুলোর ভেসে আসা শব্দ গুলো শোনেন। আশ্চর্য হচ্ছে, এটা কোন দেশের জনগণের বা শ্রোতার? সামান্য বোধগম্য হয় না আমাদের। না আছে দেশীয় চিন্তা? সতন্ত্র বলয়? সম্প্রচারের দিকনির্দেশনা কিচ্ছু আছে বলেও তো মনে হয় না? মুসলিম দেশের রেডিও? হিন্দু পাড়ার রেডিও? বৌদ্ধ? খ্রিস্টান? নাকি নির্দিষ্ট কোথাকার? অধিকাংশ ই রুচির দুর্ভিক্ষের ছোবলে নিহত হয়ে নর্দমায় পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে..। এখানে মালিক পক্ষ কারা? এসব গণমাধ্যমে পেশাগত চাকরি করে কারা? কে পরিচালনা করে? অসংখ্য প্রশ্নের উত্তর দিবেন কে! দিনে মাত্র ২৪ ঘন্টার প্রোগ্রাম সিডিউল এরা ব্যবস্থাপনা পরিকল্পনা করতেও কেন অক্ষম।
(রমাদান মাসের ফজর ওয়াক্ত চলছে,, চারদিকে মুসলমান জনগোষ্ঠী জেগেও আছে,, আর নিচের গণমাধ্যম রেডিও প্রচার শুনে দেখুন..) এ লজ্জা বাংলাদেশের সবার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পঁচা গণমাধ্যম দুর্গন্ধ ছড়াচ্ছে https://corporatesangbad.com/73007/ |