![]() |

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
নিহত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের গুচ্ছগ্রাম গ্রামের মৃত ইমাম শরীফের স্ত্রী চেমন বাহার (৪৭)।
বুধবার (১৩ মার্চ) রাত নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের গুচ্ছগ্রাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের গুচ্ছগ্রাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় চেমন আরাকে অটোরিকশা টি ধাক্কায় দেয়।এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী গণস্বাস্থ্য পরিচালনাধীন স্পেশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ https://corporatesangbad.com/72957/ |